সারাদেশ

বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ ২-মাদক ব্যবসায়ীকে আটক

মোঃ জাকির হোসেন,বেনাপোল-শার্শা
প্রতিনিধিঃ-বেনাপোল পোর্টথানা এলাকায় ডিবির অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামিরা হলেন,ঝিনাইদহ জেলার সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলীর ছেলে সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) ও রাব্বি হোসেন (২০) উভয় পিতা কাউসার আলী।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ পুরাতন পৌরসভা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাজ্জাদুল ইসলাম রাসেল এর কাঁধে থাকা বাদামী রংয়ের স্কুল ব্যাগের ভিতর হতে ৬ বোতল বিদেশী মদ এবং রাব্বি হোসেন এর কাঁধে থাকা নেভি ব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতর হতে ৫ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।
অবৈধ বিদেশী মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা।
 এ সংক্রান্তে এসআই কামাল হোসেন বাদী হয়ে আটক আসামীদের  বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।এবং আটককৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,