সারাদেশ

‌ভোলায় ইন্ট্রাকোর গ্যাসবাহী গাড়ি আটকে দিলো ছাত্র-জনতা

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত | ভোলা প্রতিনিধিঃ ভোলায় ঘরে ঘরে গ্যাস সং‌যোগসহ পাঁচ দফা দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী গাড়ি আটকে দি‌য়ে বি‌ক্ষোভ ক‌রছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দি‌কে ভোলার বীর‌শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় এবং শবিবার (১৯ এপ্রিল) সকালে গাড়ি আট‌কে দেন ছাত্র-জনতা।
এসময় আন্দোলনকারীরা জানান, ভোলায় প্রচুর গ্যাস মজুত থাক‌লেও এখনো ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ দেওয়া হয়নি। গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা গ‌ড়ে ওঠে‌নি। বিগত দি‌নে অ‌নেক শা‌ন্তিপ্রিয় আন্দোলন করা হ‌য়ে‌ছে। কিন্তু কোনো ফলাফল আসে‌নি। তাই তারা গ্যাস সং‌যোগ, গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-ব‌রিশাল ব্রিজ ও মে‌ডি‌কেল ক‌লে‌জ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ইন্ট্রাকোর গাড়ি আট‌কে দি‌য়ে‌ছেন। দাবি পূরণ না হ‌লে ভোলা থে‌কে কোনো গ্যাস নি‌তে দেওয়া হ‌বে না।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,