সাগর পাড়ে দুবলার চরে রাসমেলা উপলক্ষে সাতক্ষীরারেঞ্জে ৪৫৬ তীর্থযাত্রীর যাত্রা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাগরপাড়ে সুন্দরবনের দুবলার চরে রাস মেলা উপলক্ষে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় ৪৫৬ জন তীর্থযাত্রীর যাত্রা ।
সোমবার(৩ নভেম্বর) সকালে সরকারি নিয়ম অনুযায়ী বৈধ পাশ নিয়ে ১২টি ট্রলারে কোবাদক ষ্টেশন ও বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে ৪৫৬ জন তীর্থযাত্রীরা যাত্রা শুরু করেন।
বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূণ্যস্না¯নের জন্য শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা পুণ্য¯স্নান ও পূজাঅর্চনার জন্য যেতে পারবেন।
জানা যায় খুলনা ও সাতক্ষীরারেঞ্জের রাসপূর্ণিমার তীর্থযাত্রীরা এবার যাতায়াতের জন্য ৫টি রুট ব্যবহার করতে পারবেন। রুট গুলি হল বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী,পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী অতঃপর দুবলার চর। কয়রা,কাশিয়াবাদ, খাসিটানা,বজভঙ্গা হয়ে আড়–য়া শিবসা অতঃপর শিবসা নদী মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান ষ্টেশন হয়ে শিবসা মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী/চাঁদপাই ষ্টেশন, তিনকোণা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলা। বগী বলেশ^র, সুপতি কচিখালী, শেলারচর হয়ে সুন্দরবনের বাহির দিয়ে দুবলা।
আরও জানা যায় তীর্থ যাত্রীদের তীর্থ যাত্রায় বেশ কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। এসকল নিয়মের মধ্যে রয়েছে কোন রকম অপতৎপরতামূলক কার্যক্রম করা যাবে না। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্যকোথাও ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলার বা নৌকাকে আলোরকোলে স্থাপিত কন্ট্রোলরুমে রিপোর্ট করতে হবে। প্রতিটি জলযানে সর্বোচ্চ ৫০ জন গমন করতে পারবেন। সকল প্রকার শব্দ দূষণ বন্ধ থাকবে। কোন অবস্থাতেই ট্রলারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন, প্লাস্টিকের প্লেট, পানির বোতল, চামচ ব্যবহার করা যাবে না। জাতীয়পরিচয় পত্র সাথে নিতে হবে। ট্রলার মালিকগণ প্রয়োজনীয় সংখ্যাক লাইফ জ্যাকেট সংরক্ষণ রাখবেন।
বনবিভাগ সুত্রে জানা যায় তীর্থযাত্রীদের যাতায়াতে নিরাপত্তায় বনবিভাগ ছাড়া অন্যান্য দপ্তর দায়িত্ব পালন করবেন।
তীর্থযাত্রী আশাশুনি উপজেলার বাসিন্দা মাধব সরকার সহ অন্যান্যরা বলেন সুন্দরবনের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে পূণ্য¯স্নান ও পূর্জ অর্চনা করার জন্য রওনা হয়েছি। তিনি বলেন সনাতন ধর্মালম্বীরা অনেকে বিভিন্ন স্থান থেকে প্রতিবছর এখানে পুণ্য স্না¯নে অংশ গ্রহণ করেন।


