সারাদেশ

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।
গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আফতাব উদ্দিন মোল্লা লিখেছেন, “শুভেচ্ছা ও অভিনন্দন আখতারুজ্জামান মিয়া ভাই। দিনাজপুর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ব্যক্তিগতভাবে তাঁকে শুভেচ্ছা জানাই।
তিনি আরও লেখেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন চিন্তা ও দর্শন থাকতেই পারে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনগণের সামনে তুলে ধরব, আর জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আশা করি, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের আসনটিকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে উপস্থাপন করতে পারব।”
পোস্টের শেষে আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর-৪ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ধন্যবাদ এই আসনের সর্বস্তরের জনগণকে। আশা করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে শান্তিকামী মানুষের প্রতিনিধি নির্বাচনে সবাই সহযোগিতা করবেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,