সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নগদ টাকা ও হেরোইনসহ এক নারী গ্রেফতার।
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরচালা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন পলাতক রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক বেলা ১টায় অভিযান চলাকালে আসামিদের দোচালা টিনের ঘরের পাশের রান্নাঘরের ভিতর একটি চালের ড্রামের মধ্যে লুকানো অবস্থায় ৫টি সাদা পলিথিন প্যাকেটে মোট ৫ দশমিক ৫০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রিত নগদ ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আমিরুল ইসলাম (৪৩) স্ত্রী মোছা: জোস্না খাতুন (৩৮) অপর আসামি মো: আমিরুল ইসলাম (৪৩) পলাতক রয়েছেন। তিনি চরচালা গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান।

