সারাদেশ

রাজবাড়ী-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক

বোরহান উদ্দিন, কালুখালী, রাজবাড়ী :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।

তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম আশরাফি জানান, দলের কেন্দ্রীয় কমিটি সারা দেশের সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাফেজ মাওলানা আব্দুল মালেক বলেন,

“আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় জনগণ সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে রাজবাড়ী-২ আসন ইসলামী আন্দোলন বাংলাদেশকে উপহার দিতে চাই।”

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,