শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত।
জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর)সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির হোসেন, উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল ইউনিয়ন প্রশাসকগণ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কর্ম তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার সার্থে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় ও সেবন নিষিদ্ধ ঘোষনা করেন।





