নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ ( Ankara Yıldırım Beyazıt Üniversitesi ) বিশ^বিদ্যালয়ের সমঝোতা স্বারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল ২০২৫ আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ^বিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ^বিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. আব্দুল্লাহ ইয়েলদিস। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাইস রেক্টরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ওই বিশ^বিদ্যালয়ের ল্যাব, ক্লাসরুম ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করনে।
উল্লেখ্য, স্বাক্ষরিত এ সমঝোতা স্বারক (MoU) এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট ও ফ্যাকাল্টি একচেঞ্জ, আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী একচেঞ্জ, এমএস ও পিএইচডি শিক্ষার্থী জয়েন্ট সুপারভিশন, এনার্জি টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং একচেঞ্জ, একাডেমিক ও ইনফরমেশন ম্যাটেরিয়ালস একচেঞ্জ, যৌথ গবেষণা ও কনফারেন্স চালু এবং ভাষা কোর্স চালুর সুবিধাসমূহ রয়েছে।