সারাদেশ

শার্শায় এইচ এস সি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংবর্ধনা প্রদান।

জাকির হোসেন,শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায়-২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শার্শা উপজেলার  ৫৬  জন কলেজের ও  ৩ জন মাদ্রাসার শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
একই সাথে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে যশোরের শার্শা উপজেলা  প্রথম স্থান অধিকার করায় কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের ফুল এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা  অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম,একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,