যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না :-চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
৬ নভেম্বর বৃহস্পতিবার ,বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বাকলিয়া এক্সেসরোডে নৃশংস হত্যাকান্ডের শিকার ছাত্রদল নেতা মো: সাজ্জাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবীতে বৃহত্তর বাকলিয়ার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,চট্টগ্রাম শহরকে যারা অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না।সন্ত্রাসীদের কোন দল নেই।বাকলিয়া এলাকায় ছাত্রদল নেতা সাজ্জাদকে হত্যার মাধ্যমে খুনীরা তাদের অবস্থান জানান দিতে চেয়েছে।তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।উক্ত মানববন্ধনের উপস্থিত হয়ে নিহত সাজ্জাদের মা ফরিদা বেগম বলেন,আমি আমার ছেলে হত্যার বিচার চাই।আমি আর কোন মায়ের বুক এভাবে খালি হোক তা চাইনা। প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে,এখনো গ্রেফতার হচ্ছেনা। আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে তাদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাই।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা,যুবদলের সহ সভাপতি মো: নাছিম,মো: ইদ্রিস,জিয়াউল হক মিন্টু,নগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জিএম সালাহউদ্দিন আসাদ,শহিদুল ইসলাম সুমন,বাকলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মুছা,জাকির হোসেন,মো: মুরাদ,মাহমুদুল ইসলাম অভি,কাইয়ুম,আব্দুল কাদের,জনি,বোরহান,আবির,আবিল,আবি দ,আশিক প্রমুখ।



