সারাদেশ

শ্রীবরদীর বৈশা বিলে কাঠের সেতু উদ্বোধন 

জোবায়ের সোহাগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া পশ্চিম পাড়া গ্রামে বৈশা বিলে নব নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
১৯ এপ্রিল শনিবার দুপুরে স্থানীয় গ্রামবাসীর দীর্ঘদিনের দাবীকৃত কাঠের সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা গোলাম মোস্তফা নান্ডা, কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা ফারুক হোসেন, হেলাল মিয়া, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে কোনো সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। কাঠের সেতু নির্মাণ করায় ঘরে ফসল তুলতে এবং যাতায়াতে কোনো ধরনের অসুবিধা হবে না বলে জানান।
 ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, কয়েক গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল বৈশা বিলে
যাতায়াতের জন্য একটি সেতু নির্মাণ করা হোক।
যাতায়াতের কোন ব্যবস্থা না থাকায় কয়েক গ্রামের মানুষকে দুর্ভোগের মধ্যে চলাচল করতে হতো।
সেতুটি নির্মাণের ফলে বৈশা বিলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখন নির্বিঘ্নে বিক্রি করতে পারবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,