সারাদেশ

নালায় কচুরিপানার মাঝে ভেসে থাকা যুবকের মরদেহ উদ্ধার 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি নালার কচুরিপানার মাঝো পানি ভেসে থাকা মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
১০ নভেম্বর সোমবার দুপুরের দিকে সাদুল্লাপুর  উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালায় কচুরিপানার মধ্যে পানিতে ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলন আকন্দ খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।
স্বজনরা জানায়, মিলন আকন্দ রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ কারনে তাকে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ি অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমে জানান, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারন উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,