দুর্বৃত্তের অতর্কিত হামলায় এক ব্যক্তি গুরুতর আহত, মোটর সাইকেল আটক!
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় কালিয়া সাধু নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০.১১.২৫) সন্ধ্যা আনুমানিক সাতটায় হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুড়িতলা ব্রীজের উপর এ ঘটনা ঘটে। আহত কালিয়া সাধু ২নং হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের মৃত অনন্ত সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালিয়া সাধু মধ্যরামচন্দ্রপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী থেকে পূজা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বুড়িতলা ব্রীজের উপর মোটর সাইকেলসহ অবস্থান করা ৩ জন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। জীবন বাঁচাতে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন বের হলে দুর্বত্তরা মোটর সাইকেলটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি আশংকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নির্দেশনায় এসআই সামিউল ইসলাম পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল পরিদর্শন সহ আটককৃত মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

