কালীগঞ্জে মাদ্রাসা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ৯ টায় দুর্বাটি এম, ইউ কামিল মাদ্রাসায় এক ঝাক তরুণ মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রহমান , কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক মাহমুদুল হাসান, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ , শিক্ষক, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিগণ।
মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক মাহমুদুল হাসান বলেন, এ বছর দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে । আগামী বছর প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে নিয়ে পরীক্ষা আয়োজন করা হবে। এ বছর বৃত্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেন ৩০৭ জন। এদের মধ্যে ১৮৭ জন মেয়ে ও ১০৭ জন ছেলে সহ মোট ২৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । অনুপস্থিত ছিল ১৩ জন শিক্ষার্থী। এদিকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।অভিভাবকরাও উৎসাহ প্রকাশ করে ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

