ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ভূল্লীতে সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী কদমরসুল হাট মাঠ প্রাংগনে সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৫/১১/২০২৫)সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠান টি শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন,, আবু সাইদ প্রভাষক ভূল্লী ডিগ্রি কলেজ এবং সভাপতিত্বে জনাব মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি, নুরল ইসলাম, তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,ও ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির মুলদলের সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাহফুজ রহমান এবং যুবদলের সভাপতি নুরুল ও স্বেচ্ছাসেব দলের আব্দুল জলিল সহ বিএনপির নেতাকর্মীরা এবং আরো উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমার্ণ নেতাকর্মী বৃন্দ,
এসময় কৃষক দলের সভাপতি নুরল ইসলাম বক্তব্যে জানান, গ্রামে পাখি শিকার এবং বাল্যবিবাহ ও মাদক সেবিদের চিন্হিত করতে হবে গ্রামে যাতে এই সমস্ত কার্যকলাপ না হয় সেজন্য সুন্দর আগামী স্বেচ্ছাসেবী দলকে এগিয়ে আসতে হবে,, সুন্দর স্বেচ্ছাসেবী দলের কাজ হলো গ্রাম থেকে সকল প্রকার অন্যায় অবিচার কাজ তুলে ফেলা।
তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন,সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রাস্তার দুইপাশে তালগাছ রোপন এবং উন্নত মানের সজিনা গাছ রোপণ করা হয়েছে,, যা মানুষের জন্য এবং পশুপাখি জন্য কাজে আসবে ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্ত কাজে এগিয়ে আসতে হবে।
ভূল্লী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাইদ বলেন সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠন হলো বাল্যবিবাহপ্রতিরোধে এবং গরিব অসহায় মানুষের পাশে থাকার সংগঠন,,এই সংগঠনের মাধ্যমে আমরা দেশের উন্নয়ন মুলোক কাজে সহযোগিতা করতে পারবো,, তাই শুধু গ্রামে না পুরোদেশে এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাব।

