ব্রাহ্মণবাড়িয়া কসবা পুলিশের অভিযানে ১১৪ কেজি গাজা উদ্ধার
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
(১৪) নভেম্বর ভোর ৫, ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকা হতে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ইলেন মিয়া ও তার সহযোগী কামরুল কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে পলাতক আসামির বিরুদ্ধে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

