নবীনগরে আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার।
মাজহারুল ইসলাম বাদল,নবীনগর উপজেলা প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০)শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক আবু জাফর জামাল (৬০)
পুলিশ জানায় গ্রেফতারকৃত তিন নেতা বিভিন্ন রাজনৈতিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এসব মামলার দীর্ঘদিন পরও তারা আদালতে হাজির না হওয়ায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
জনগণের কথা-নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন,এরা মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ভয়ে কেউ মুখ খুলতে পারেনি,আবার কেউ কেউ বলছেন,নবীনগরে এতদিন আওয়ামী-বিএনপির, রাজনীতিতে, স্থিতিশীলতা বিরাজ করছিল,নতুন করে এই গ্রেফতার কে কেন্দ্র করে, স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম বলেন,আদালতের জারি করা ওয়ারেন্ট বাস্তবায়ন করতেই আমরা তাদের গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



