শার্শায় নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ড।
জাকির হোসেন,বেনাপোল(শার্শা)প্রতিনিধি : যশোরের শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নি দূর্ঘটনা ঘটেছে।
গতকাল (১৮ নভেম্বর) সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদের সচিবের রুম থেকে এই দূর্ঘটনার সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী দফাদার মিজানুর রহমান বলেন ” আমি ফজরের নামাজ পড়ার পরে, ইউনিয়ন পরিষদের বারান্দায় ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার নাকে পোড়া গন্ধ আসলে নিচে নেমে সচিবের রুমে আগুন দেখতে পাই। সাথে সাথে বিষয়টি চেয়ারম্যানকে জানাই এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বেনাপোল ফায়ার সার্ভিসের টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। “
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন ” আগুন লাগার বিষয়টি জানার পরে ফায়ার সার্ভিসকে জানাই এবং আমি নিজে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২ লক্ষাধীক টাকার আসবাবপত্র ও কিছু পুরনো নথিপত্র পড়ে যায়। পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোক্তা রুমের কোন ক্ষয়ক্ষতি হয় নাই। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। “
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান,” নিজামপুর ইউনিয়ন পরিষদে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয়। তবে তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

