নবীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত।
মাজহারুল ইসলাম বাদল,নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে, প্রাথমিক পর্যায়ে খসড়া তালিকায় দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে। বুধবার (১৯/১১/২৫)বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা বিভক্তি বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন, তাদের দাবী এ সাতজনের যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে।
চারভাগে বিভক্ত বিএনপির একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি মনোনিত এম এ মান্নান। অপর গ্রুপে রয়েছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক নাজমূল হোসেন তাপস। অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম।
এই চারনেতাসহ মঞ্চে যে সাত নেতা রয়েছেন তারা হলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ,ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এড.রাজিব আহসান চৌধুরী পাপ্পু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন,সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু,সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু,পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ,জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা/কর্মীরা।
বক্তারা বলেন,অচিরেই আমাদের পছন্দের প্রার্থী কে চুড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে।আমরা সেই দিনের অপেক্ষায় আাছি,আমরা চাই,দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে তৃনমুল নেতা/কর্মীদের মনের ইচ্ছা পূরণ করে প্রার্থীতা চুড়ান্ত ঘোষণা করবেন।





