নোয়াখালীতে কাফনের কাপড় পরে বিএনপি মনোনয়ন–বঞ্চিতদের বিক্ষোভ মিছিল
জয়া হাসান, নোয়াখালী:
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বুধবার বিকেল ৪টায় কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে অসীম চত্বরে গিয়ে সমাপ্ত হয়, যেখানে উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান।
নোয়াখালী-৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ ফখরুল ইসলাম। মিছিল চলাকালীন কবিরহাট বাজার “বয়কট, বয়কট, ফখরুল বয়কট” শ্লোগান ধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছিল। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু বাহার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম ফরহাদ, পৌরসভার বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু হানিফ নরোত্তম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, “যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে দলীয় মনোনয়ন বিতরণে পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন।”
মনোনয়ন ঘোষণার পরই দুই পক্ষের কর্মসূচি শুরু হয়েছে। গত ১৪ নভেম্বর ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বজরুল করিম চৌধুরী আবেদের সমর্থকরা মানববন্ধন আয়োজন করে মুহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলেন এবং প্রার্থী বিরোধী অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, ফখরুল ইসলামের সমর্থকরা দলীয় সিদ্ধান্ত স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকায় মিটিং ও মিছিল পরিচালনা করছেন।
এই আসনে আলোচিত প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজরুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, ব্যবসায়ী ও সিআইপি কিসমত চৌধুরী এবং অন্যান্যরা।





