মাদারীপুরে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সাব্বির হোসাইন আজিজ মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনিতে সাইফুল ইসলাম (২২) নামে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় গ্রেফতারকৃত ও অজ্ঞাত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাঁশগাড়ী-লক্ষীপুর সড়কের শ্নানঘাটা এলাকায় নিহতের বাড়ির সামনে সড়কে মানববন্ধন করে নিহতদের স্বজন ও এলাকাবাসী।
এসময় এলাকাবাসী ও নিহত পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় তিন শতাধীক জনসাধারনের অংশ গ্রহনের মধ্যেদিয়ে ঘন্টা ব্যাপি এ কর্মসূচী পালন করা হয়। নিহত সাইফুল শরীয়তপুরের ডামুড্যা থানার ধানকাঠি এলাকার পূর্বকান্দি গ্রামের সামসুল হক মুন্সীর ছেলে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা রতন, নিহতের বাবা শামচুল হক মুন্সী, নিহতের চাচা দেলোয়ার মুন্সী, কাঞ্চন, রমজান, রহিম হাওলাদার, ইউনুস, নিহতের মামা মিরাজ, ভাই রুস্তুম ও ভাবি আরিফা আক্তারসহ এলাকার প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা এই হত্যা মামলায় গ্রেফতারকৃত ও জড়িত সকাল আসামিদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্যঃ গত বুধবার নিখোঁজের দু’দিন পরে গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পূর্ব পাশে কাজী বাড়ির একটি পুকুর থেকে প্রবাসী সাইফুলের লাশ উদ্ধার করেন কালকিনি থানা পুলিশ। পরে এই ঘটনায় নিহতের মা মাছুদা বেগম বাদী হয়ে জাহীদ কাজীর নাম উল্লেখ্য ও ২/৩ জন অজ্ঞাত নামা আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাবের সহযোগীতায় কালকিনি থানা পুলিশ এজাহারভূক্ত আসামী জাহিদ কাজীসহ দুইজনকে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে পলাতক অবস্থায় তাদেরকে গ্রেফতার করেন।
মামলার বাদী ও নিহতের মা মাছুদা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই। তিনি আরো বলেন, আমি মামলা করায় আসামি পক্ষের লোকজন আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকী প্রদান করে আসছে। অন্যদিকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আটক জাহিদের বাবা শাজাহান কাজী বলেন, আমি আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে সাইফুল হত্যায় দোষীদের বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন বলেন, আমরা দুজনকে গ্রেফতার করেছি ও রিমান্ড আবেদন করেছি। এবং মামলার বাদীকে হুমকি ধামকি প্রতিপক্ষ দিয়েছে এমন তথ্য বাদীপক্ষ আমাকে জানায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলামের মায়ের দায়ের করা মামলায় এজাহারভূক্ত প্রধান আসামী জাহিদ কাজীকে এবং বোরহান নামক এক জনকে গ্রেফতার করা হয়েছে।




