সারাদেশ

মামুন মাহমুদকে ৩০ লাখ টাকার গাড়ি দিয়েছে মান্নান মনিরুল ইসলাম রবির বক্তব্যের সত্যতা মিলেনি

নারায়ণগঞ্জ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুর ইসলাম রবির বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত সবাবেশে মনিরুল ইসলাম রবি এ কথা বলেন। তবে রবির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
জানা গেছে, বিএনপি ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ সমাবেশের আয়োজন করেন নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।
বৃহৎ একটি সমাবেশে প্রকাশ্যে জেলা বিএনপির আহ্বায়ক দলীয় প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছে মনিরুল ইসলাম রবির এমন বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিএনপি নেতা।
অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র উমরা হজ¦ পালন করতে সৌদী আরবে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে মামুন মাহমুদকে ৩০ লাখ টাকার গড়ি উপহার দেওয়ার কথা অস্বীকার করে আজহারুল ইসলাম মান্নান বলেন, মনিরুল ইসলাম রবির বক্তব্য আমি শুনিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,