কালুখালীতে কৃষকের জমি দখলের পায়তারা
বোরহান উদ্দিন, কালুখালী,রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামে কৃষকের জমি জোরপূর্বক দখলের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বড় পাতুরিয়া গ্রামের মৃত সাদেক মোল্লার ছেলে মোঃ মান্নান মোল্লা দাবি করেন— কালুখালী থানাধীন বড় পাতুরিয়া মৌজার খতিয়ান নং ২৫-৩৯৬৯, দাগ নং ৩৫৯৬-এর ১.৪২ শতাংশ, দাগ নং ১২৪৩-এর ৩.৯২ শতাংশ এবং দাগ নং ৩৬১১-এর ২.৭৩ শতাংশসহ মোট ০৮.০৭ শতাংশ জমি তিনি ২০০৫ সালে লুৎফর রহমান ও ফজলুর রহমানের কাছ থেকে ৯৩৫৫ নং দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছেন।
মান্নান মোল্লা অভিযোগ করে বলেন,
“গত ২৬ অক্টোবর সকালে মোঃ ফজলুর রহমান, রজব মোল্লা ও নাজির মোল্লাসহ কিছু লোকজন জোরপূর্বক আমার জমিতে ঢুকে রসুন বপন করে। পরে আমি থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে দুই পক্ষকে আলোচনার জন্য থানায় ডাকেন। আমরা গেলেও তারা আসেননি। এরপর আমি জমিতে পেঁয়াজের চারা রোপণ করি। কিন্তু তারা এসে কিছু অংশ নষ্ট করে দিয়ে বলে—এই জমি তাদের।”
ঘটনার পর তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি করেন।
অভিযুক্ত পক্ষের সদস্য মোঃ রজব মোল্লা এ বিষয়ে বলেন,
“ঐ জমিতে আমাদেরও অংশ রয়েছে। ইতোমধ্যে রাজবাড়ী আদালতে মামলা করেছি। মামলা চলমান। আদালত যে রায় দেবে, আমরা সেটাই মেনে নেব।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,
“তারা আপন ভাই–ভাস্তে। সবাই কৃষিজীবী মানুষ। জমি নিয়ে এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্রুত সমাধান হলে উভয় পক্ষসহ গ্রামের শান্তি–শৃঙ্খলা বজায় থাকবে।”


