সারাদেশ

হাতীবান্ধায় হাটের মাঝে স্কুলকে কেন্দ্র করার প্রস্তাব; স্থানীয়দের আপত্তি

আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ২০২৬ সালের এসএসসি পরিক্ষা কেন্দ্র বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা প্রশাসন ও শিক্ষা কমিটির পক্ষ থেকে। এজন্য এলাকা ও শিক্ষার্থীর কথা বিবেচনা করে উপজেলার গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র করার প্রস্তাব পাঠানো হয়।
তবে স্থানীয় অনেকে বলছেন পরিক্ষা কেন্দ্র করার মত পরিবেশ নেই গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ে। কারণ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ও শুক্রবার হাট বসে। এই দুইদিন ছাড়াও প্রতিদিন বাজার বসে ওই মাঠে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল না থাকায় পরিক্ষা কেন্দ্রের উপযোগী নয় বলে মনে করেন অনেকে।
জানা গেছে, পরিক্ষা কেন্দ্র করার জন্য প্রথমে নওদাবাস কালীমোহন তফসিলী উচ্চ বিদ্যালয়কে প্রস্তাব পাঠানো হয়েছিল জেলা প্রশাসক বরাবর, কিন্তু পরে কোন এক অদৃশ্য শক্তির কারনে তা বাতিল করা হয়।
তবে পরিক্ষা কেন্দ্রের জন্য উপজেলার নওদাবাস কালীমহন তফশিলি উচ্চ বিদ্যালয় ও গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়  উভয় প্রতিষ্ঠানই পরিক্ষাকেন্দ্র করার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ড বরাবর আবেদন করেছেন দুই বিদ্যালয়। এরই আলোকে দুইটি বিদ্যালয় পরিদর্শন করেছে শিক্ষা বোর্ড কতৃপক্ষ।
গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা খাতুন বলেন, পরিক্ষা শুরু হওয়ার আগেই সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, পরিক্ষার্থীর সুবিধার কথা চিন্তা করে ডিএনএসসি উচ্চ বিদ্যালয়কে পরিক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,