ভোলাবাসীর প্রতি অমানবিক আচরণ! মৃত স্বামীর লাশ নিয়ে শীতের রাতে লঞ্চের ছাদে স্ত্রীর যাত্রা
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা–ঢাকা নৌরুটে লঞ্চ মালিকদের প্রতিদিনের কোটি টাকার আয়ের বিপরীতে যাত্রীসেবায় চরম অব্যবস্থা ও অমানবিকতার নজির দেখা গেল সোমবার (২৪ নভেম্বর)। ওই রাতে ঢাকাগামী একটি লঞ্চে স্বামীর মরদেহ নিয়ে ছাদে বসে ভোলায় ফিরতে বাধ্য হন এক শোকাহত স্ত্রী। শীতের তীব্রতা আর কষ্ট উপেক্ষা করে মরদেহের পাশে বসে থাকার সেই হৃদয়বিদারক দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
স্থানীয়দের অভিযোগ, লঞ্চ মালিকরা প্রতিনিয়ত কোটি কোটি টাকা মুনাফা করলেও এখনো কোনো লঞ্চে মরদেহ পরিবহনের জন্য নির্দিষ্ট কেবিন বা আলাদা ব্যবস্থার ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায়ই বিভিন্ন অসহায় পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এটা ভোলাবাসীর জন্য অপমানজনক। একজন মৃত মানুষের মরদেহ আনার জন্য আলাদা জায়গা না রাখা অত্যন্ত দুঃখজনক।”
সচেতন মহলের দাবি, ভোলা–ঢাকা নৌরুটের সব লঞ্চে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ পরিবহনের জন্য আলাদা কেবিন বা নির্ধারিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
ভোলাবাসীরা বলছেন—
এখন সময় এসেছে নৌপরিবহনের এই অবহেলা, অনিয়ম এবং অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার।




