কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন
বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী) :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর কালুখালীতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে র্যালি ও ফিতা কেটে সপ্তাহব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপতা কর্মকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের সংরক্ষণ ও রোগ প্রতিরোধ কার্যক্রমে খামারিদের আরও দক্ষ করে তুলতে হবে। মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রদর্শনী স্থলে ছিল উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা গরু, ছাগল, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য, বিভিন্ন ভেটেরিনারি প্রযুক্তি ও উদ্ভাবনসহ নানা উপকরণ প্রদর্শন করেন। মোট ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বহু খামারির উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
আয়োজকদের মতে, প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে আধুনিক প্রযুক্তির বিস্তার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাত সংরক্ষণ ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলাই এই সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য।
দিনজুড়ে বিভিন্ন আলোচনা, প্রদর্শনী ও পরামর্শ কার্যক্রমে খামারিরা বাস্তবমুখী দিকনির্দেশনা পাবেন বলে আশা করা হচ্ছে।





