কিশোরীর জলবায়ু সহনশীল প্রকল্পে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের আওতায় কমিউনিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ওপিডি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী সুমাইয়া জান্নাত ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী কিশোরীদের সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাঠ পর্যায়ে সেবা ও অধিকার বিষয়ক তথ্য পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা জরুরি বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত ওপিডি সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাবলি তুলে ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান।





