“যুবকদের হাত ধরেই বদলাবে কালীগঞ্জ যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-০৫” খায়রুল হাসান
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে (শুক্রবার) ২৮ নভেম্বর সকালে যুব সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । এ অনুষ্ঠানে গাজীপুর-৫ এর উন্নয়নের রূপকল্প পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: খায়রুল হাসান । এ সময় যুবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন যুবকদের হাত ধরেই বদলাবে কালীগঞ্জ, যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মো: আফতাব উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট তাইজুল ইসলাম ।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মতিউর রহমান আকন্দ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এড. তাইজুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আমির আফতাব উদ্দিন, কোরআন তেলোয়াত করেন মাও: শিহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া,গাজীপুর মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো: মোখলেছুর রহমান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখার সভাপতি মো: ইয়াছিন আরাফাত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদএবং অনুষ্ঠানেৎকোরআন তেলোয়াত করেন মাও: শিহাব উদ্দিন। এদিকে অনুষ্ঠান শেষ করে কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি কালীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের মোড় হয়েকালিগঞ্জ থানা,পৌরসভাল মূল সড়কটি প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় ।





