সারাদেশ

শ্যামনগরে পুলিশের অভিযানে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের এক অভিযানে রবিবার(২০ এপ্রিল) বেলা ১২.৩০মিনিটে নকিপুর মধ্যপাড়ার এক পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে এস আই মিজান, এস আই আব্দুর রহিম সহ অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা সদরের নকিপুর মধ্যপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে পুরানো প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা অবস্থায় ৩৪ পিচ কাঠের বাট সহ হাসুয়া/রামদা উদ্ধার করা হয়েছে। হাসুয়া গুলি অনুমান ২ ফুট লম্বা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় হাসুয়া গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,