সারাদেশ

জয়পুরহাটে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামে ৫ বছরের শিশু নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাঈমের এক বছর বয়সে তার মা মারা যাওয়ার পর তার বাবা জাহানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। রবিবার দুপুরে নাইমকে বাড়ির বাথরুমে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তার সৎ মাকে অবরুদ্ধ করে রাখে।

আক্কেলপুর থানার এসআই গনেশ চন্দ্র রায় বলেন, সৎ মা শিশুটিকে হত্যা করেছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তার সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,