সারাদেশ

গারো সম্প্রদায়ের মারছিল সিসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন : ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরের গারো সম্প্রদায়ের সদস্য মিসেস মারছিল সিসিম, উইন্টার নকরেকের স্ত্রী, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ধারাবাহিক চিকিৎসা, একের পর এক কেমোথেরাপি সবকিছু মিলিয়ে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। চিকিৎসা চললেও শরীরে তেমন উন্নতি দেখা যাচ্ছিল না, ফলে পরিবারটি গভীর অনিশ্চয়তায় পড়ে।
এ অবস্থায় রোগীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি অসুস্থ মারছিল সিসিমের সকল চিকিৎসার দায়িত্ব নেন এবং চিকিৎসা ত্বরান্বিত করতে সহযোগিতা করেন সেইসাথে পরিবারকে মানসিক শক্তি জোগান।
পরবর্তীতে ০২ ডিসেম্বর মারছিল সিসিমকে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (টঙ্গী) তে ভর্তি করেন এবং সেখানে তার নতুন ট্রিটমেন্ট শুরু হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসা দিচ্ছেন তিনি।
গারো সম্প্রদায়সহ স্থানীয় এলাকাবাসী ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এবং মারছিল সিসিমের দ্রুত সুস্থতার জন্য সকলকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
মারছিল সিসিমের দ্রুত আরোগ্য ও সুস্থ জীবনে ফিরে আসাই এখন সবার প্রত্যাশা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,