সারাদেশ

প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে উদ্বোধন হলো ‘শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি’

​আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ

​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় শিহাব আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি’র উদ্বোধন করা হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই একাডেমিটি চালু করা হলো।

​আজ ২ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই একাডেমির উদ্বোধন করেন শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। তিনি আগামীতে লালমনিরহাট-১ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

​এলাকার উন্নয়নে শিহাব আহমেদ ইতিপূর্বে বহু জনকল্যাণমূলক কাজ করেছেন। দুস্থ মানুষের জন্য প্রায় ২৫ হাজার টিউবওয়েল এবং প্রায় ১১ শত মসজিদে অযুখানা স্থাপন করে তিনি নির্বাচনী এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও, তিনি স্থানীয় বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে বহু যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

​’শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি’ উদ্বোধনের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ফাউন্ডেশনের পরিচালক, মহাপরিচালকসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানবিক, কল্যাণকর, বেকারমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিহাব ফাউন্ডেশন শুরু থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়েছে।

​একাডেমিটি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। উক্ত স্কুল ছাত্র রিয়াদের মা বলেন, “আমাদের এলাকায় আশেপাশে কোনো স্কুল না থাকায় শিশুদের স্কুলে ভর্তি করতে দেরি হচ্ছিল। স্কুল দূরে হওয়ায় আমাদের অনেক সমস্যা হতো। এখন হাতের নাগালে স্কুল হওয়ায় শিশুদের শিক্ষাজীবন শুরু করা সহজ হলো।”

​অন্যদিকে, এই একাডেমিতে শিক্ষিকার চাকরি পাওয়া একজন বলেন, “আমি পড়াশোনা শেষ করে বাড়িতে বেকার বসে ছিলাম। এই স্কুলটি হওয়ায় আমার চাকরির সুযোগ হয়েছে। এতে আমি যেমন বেকারত্বের সমস্যা থেকে মুক্তি পেলাম, তেমনি নিজের জানা শিক্ষা দিয়ে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারব। এর জন্য শিহাব আহমেদকে অনেক ধন্যবাদ।”

​প্রধান অতিথির বক্তব্যে শিহাব ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ তার বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা ও বিকাশ নিশ্চিত করতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” পাশাপাশি তিনি বেকারত্ব সমস্যা সমাধান, স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি শিক্ষিত সমাজ গড়ে তোলায় ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান। জনকল্যাণে নেওয়া এই উদ্যোগগুলোতে তিনি স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,