সারাদেশ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ
​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ, ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার কেতকিবাড়ি স্কুল হলরুমে নওদাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হাকিমের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওদাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হাকিম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফতাবুল হক সাজু, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক দুলাল হোসেন ও ওই ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
​এছাড়াও, উক্ত দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির বলেন, “বেগম জিয়া সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে ছিলেন। বিশেষ করে আলেমদের পক্ষে ছিলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমন উদাহরণের জন্যই আমরা তাঁর দোয়া মাহফিলে এসেছি।”
​নওদাবাস ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য আফতাবুল হক সাজু বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন আপোসহীন নেত্রী। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”
উক্ত দোয়া অনুষ্ঠানে ​ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হাকিম বলেন, “মহান আল্লাহ তা’আলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দান করে বাংলাদেশের আবারও উন্নয়ন করার সুযোগ দেন।” তিনি দেশনেত্রীর জন্য সারাদেশের সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করেন।
​অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,