সারাদেশ

জয়পুরহাটে টিউবওয়েলের হান্ডেলের আঘাতে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে টিউবওয়েলের হান্ডেলের আঘাতে নুরুন্নাহার বেগম  নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর ভাতিজি খাতিজা খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা নুরুন্নাহার বেগম তার ভাজিজিকে নিয়ে নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর  রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে নুরুন্নাহার মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,