সারাদেশ

চিরিরবন্দরে বাস-আটো চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ,আহত-১৩।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ১৩ জন আহত হয়েছেন।
গত বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে দশমাইল হাইওয়ে মহাসড়কের ৩নং ফতেজংপুর ইউপির ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড(ইপিজেড)এর রাজাপাড়া মোড়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, রংপুর থেকে পঞ্চগড়ের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আদুরী (১৮) ও মোর্শেদা বেগম (৩৫) নামের দু’জন ইপিজেড কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রী বাহি বাসা পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি ব্যাটারী চালিত ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) সামনে রাজাপাড়া মোড়ে পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এসময় ১৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,