সারাদেশ

শ্যামনগরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়া এবং সামাজিক অগ্রগতি ত্বরানিত করার লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।

বুধবার (৩রা ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের জয়াখালী নারী সংগঠন এর আয়োজনে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসির এর সহযোগীতায়
জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় জয়াখালী নারী সংগঠনের সভানেত্রী নাজমুননাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো:আলীমদ্দিন গাজী, খাদিজা বেগম, বারসিক এর কর্মসুচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, বক্কার গাজী,  মহিবুল্লাহ প্রমূখ।

আলোচনাসভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে ও তাদের প্রতি যত্নবান হওয়ার জন্য সকলকে  সচেতন হওয়ার আহবান জানান ।  দেশ গঠনের কাজে প্রতিবন্ধীদের সাথে নিয়ে এগিয়ে যেতে ও প্রতিবন্ধী  বলে তাদের অবহেলা করা যাবেনা তাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,