সারাদেশ

মাদারীপুরে চাঁদাবাজ ও আ’লীগ পূর্নবাসনকারীকে নমিনেশন দেয়ার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর -২ আসনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে বিএনপির তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৪টার দিকে তারা বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা – বরিশাল মহাসড়কের টেকেরঘাট বন্দর ও রাজৈর বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং বন্ধ করে দেন মহাসড়কের সব ধরনের যান চলাচল। প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
দক্ষিনাঞ্চলের প্রবেশ দ্বারখ্যাত মাদারীপুর – ২ আসনের নির্বাচনী এলাকা টেকেরহাট ও রাজৈর বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন।
এসময় মহাসড়কের ১০/১২টি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অনেক কর্মী-সমর্থক রাস্তার ওপর শুয়ে পড়েন।
তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পূর্নবাসনকারী জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রাজপথের সক্রিয় নেতা, যিনি ১৭ বছর হামলা- মামলা ও নির্যাতনের শিকার হলেও দল এবং দলের কর্মীদের আগলে রেখেছেন-  বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান – তাঁকেই মনোনয়ন দেওয়ার দাবি জানায় নেতাকর্মীরা।
অপর দিকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বার বার হামলা, মামলা ও কারানির্যাতিত নেতা বাবু মিল্টন বৈদ্যকে নমিনেশন না দেয়ায় তার সমার্থকরা রাজৈর বাসস্ট্যান্ড দখল করে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেয় দালালকে নমিনেশন দেওয়া মানি না মানবো না। আওয়ামীলীগের দোসরদের পূনর্বাসনকারীকে বিএনপির নমিনেশন মানি না মানবো না।
তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান বা বাবু মিল্টন বৈদ্য কে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,