গাজীপুরে কালীগঞ্জ শ্রমিক কলেজে ওলামা মায়েখ সম্মেলন অনুষ্ঠিত
মারুফ হাসান, (কালীগঞ্জ)গাজীপুর:
তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না’ কোরআনের এই বাণীকে সামনে রেখে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে শনিবার (০৬ ডিসেম্বর) উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যেগে ওলামা মায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা জাকারিয়া হোসাইন বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শিহাব উদ্দিন ও মুফতি আলী আহসান মুজাহিদ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন । প্রধান আলোচক হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর জননেতা মো খায়রুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, আব্দুল হান্নান বেলালী, উপজেলা জামায়াত আমীর আফতাব উদ্দিন, পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজল, আবু হানিফ, আবাঘুন আবু তৈয়ব, ফেরদৌস খান সালেহি প্রমুখ।




