চিলমারীতে ১৪কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ১৪কেজি গাঁজাসহ ৩মাদক কারবারিকে আটক করেছেন চিলমারী পুলিশ। শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে, রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনঃ- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা রাবাইটারী এলাকার খোরশেদ আলম (২০), আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮) বলে জানা গেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম বলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ বলেন, আটককৃত ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, চিলমারী মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।





