সারাদেশ

চিলমারীতে ১৪কেজি গাঁজাসহ গ্রেফতার ৩   

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ১৪কেজি গাঁজাসহ ৩মাদক কারবারিকে আটক করেছেন চিলমারী পুলিশ। শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে, রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনঃ- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা রাবাইটারী এলাকার খোরশেদ আলম (২০), আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮) বলে জানা গেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম বলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ বলেন, আটককৃত ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, চিলমারী মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,