মাদারীপুরে ২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর -২ আসনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকে বিক্ষোভ করছে বিএনপির তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।শুক্রবার বিকেল ৫টার দিকে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা – বরিশাল মহাসড়কের মস্তফাপুর নামক বাসস্ট্যান্ডে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এবং বন্ধ করে দেন সব ধরনের যান চলাচল। প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা শহরের একমাত্র প্রবেশদ্বার মস্তফাপুর বাসস্ট্যান্ডে অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন।
এসময় মহাসড়কের ৮টি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অনেক কর্মী-সমর্থক রাস্তার ওপর ক্রিকেট ও ফুটবল খেলেন।
অবরোধকারীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পূর্নবাসনকারী জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রাজপথের সক্রিয় নেতা, যিনি ১৭ বছর হামলা- মামলা ও নির্যাতনের শিকার হলেও দল এবং দলের কর্মীদের আগলে রেখেছেন বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান – তাঁকেই মনোনয়ন দেওয়ার দাবি জানায় নেতাকর্মীরা।
তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান কে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে। তবে মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলেও রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে।
এদিকে খবর পেয়ে মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। রাত সাতটার পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





