দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে পেশাজীবিদের সাথে গোলটেবিল বৈঠক
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাবে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবিদের সুচিন্তিত মতামত ও পরামর্শের জন্য গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে
গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, ব্যবসায়ী, সমাজসেবক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। গোল টেবিল বৈঠক চলাকালে তারা বিভিন্ন মতামত প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে গোল টেবিল বৈঠকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সারা দেশে ৩শ আসনে প্রার্থীতা ঘোষনা করেন। প্রার্থী ঘোষনার পরে বিভিন্ন ফেক আইডি তৈরি করে প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। দলের, দলের নেতাকর্মী ও প্রার্থীদের সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ১ লক্ষ ৩০ হাজার ফেক আইডি তৈরি করা হয়েছে। সেসব আইডি দিয়ে সাধারন ভোটারদের কাছে প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে দাবি জানাবো এসব ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। ফেক আইডির বিষয়টি যেন ভোটারদের কাছে এসব অপপ্রচার পরিস্কার হয়ে যায়।
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবি ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকে ২শতাধিক মানুষ অংশ নেন।





