সারাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তগণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির উদ্যোগে ৫ ডিসেম্বর শনিবার, বেলা তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলরুমে
“মুক্তগণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ শাহ নেওয়াজ, ব্যুরো চীফ বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ‘র সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো চীফ গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এস এম নসরুল কদির, ভাইস চ্যান্সেলর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল হক সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ধারণাপত্র উপস্থাপন করেন,আলী আর রাজী , সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আলোচনায় অংশগ্রহণ করেন, জাহিদুল করিম কচি, আবাসিক সম্পাদক দৈনিক আমার দেশ ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেসক্লাব, এডভোকেট আব্দুস সাত্তার, সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি,সায়মা আলম সহযোগি অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ইন্জিনিয়ার, সেলিম মোঃ জানে আলম, বিভাগীয় সভাপতি, এ্যাব, চট্টগ্রাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ‘মুক্তসংবাদমাধ্যম’ চায় কারণ গণতন্ত্রের বেঁচে বা টিকে থাকার সত্যই হচ্ছে ‘মুক্তসংবাদ মাধ্যম’।
পাশাপাশি ছড়িয়ে যাচ্ছে ‘ডিজিটাল লিটারেসি’ ও মিডিয়া লিটারেসি’র মত অভিনব পাঠ্যক্রম।
স্বাধীন মিডিয়া কমিশন হচ্ছে, প্ল্যাটফর্ম রেগুলেশনের নতুন আইন-কানুন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজিত সংবাদের ‘ডিসক্লোজার’ বাধ্যতামূলক করছে রাষ্ট্রগুলো।
ডিপফেক শনাক্তের প্রযুক্তি উন্নত করার পাশাপাশি ডিজিটাল জবাবদিহিতার আয়োজন চলছে জোরদারভাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এডভোকেট জিয়া হাবীব আহসান,মিয়া মোহাম্মদ আরিফ,রফিকুল ইসলাম সেলিম, সোহাগ কুমার বিশ্বাস।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,