সারাদেশ

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত

 ইসমাইল ইমন চট্টগ্রাম
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫।
০৯ ডিসেম্বর মঙ্গলবার,সকাল ০৮টায় নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মূল সড়কে মানববন্ধন শেষে, শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে আলোচনা সব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রিজিয়া খাতুন, পরিচালক দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আহসান হাবীব পলাশ,বিপিএম-সেবা, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়,
হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম,
ডা.জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন চট্টগ্রাম,
এস এম আবু তৈয়ব, সভাপতি মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম।
বক্তারা বলেন আগামী নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।
এই তরুণরায় দুর্নীতি, ফ্যাসীবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ২৪’র গণ আন্দোলনের মাধ্যমে জাতিকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। তারুণ্যের শক্তি পারে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,