দেবীগঞ্জ রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত উপলক্ষে বেগম।রোকেয়া দিবস পালিত হয়েছে।
রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর দেবীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ৯ ডিসেম্বর দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দেবীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলার নারী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা সাজিয়া আফরিন মিতু।





