নবীনগরে বেগম রোকেয়া দিবস পালিত : চার নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা
মাজহারুল ইসলাম বাদল।
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৯/১১/২৫) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নবীনগর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হল- বেগম রোকেয়া দিবস।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও নবীনগর মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে চারজন নারীকে ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হয়।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পায় তানজিনা আক্তার শিলা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পায় ডা. ইসরাত জাহান ইভা, সফল জননী হিসেবে সম্মাননা পায় রজবা বেগম অরুনা এবং নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মাননা পায় হোসনা বেগম। প্রধান অতিথির চার বিজয়ী নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এ সময় বক্তারা বলেন- সমাজে নারীর অগ্রগতি ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার আদর্শ আজও আমাদের পথ দেখায়। জয়িতা নারীদের সাফল্য অন্য নারীদের ও অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করেন।





