ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরে ডিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
আজ (৯) ডিসেম্বর দুপুর ১২.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা হতে রনি আনসার নামে(১) জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ১৩০ (একশত ত্রিশ) বোতল অলিভ অয়েল তেল ও ৫০ (পঞ্চাশ) পিস স্ক্রিন ব্রাইট ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত রনি আনসার এর বাড়ি আখাউড়ার ইদিলপুর পশ্চিম পাড়া।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





