চিলমারীতে ”আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস”- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারূণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও ”আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ১০টার সময়, উপজেলা পরিষদ সভা কক্ষে “উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়”এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও চিলমারী মহিলা ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায় “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে” আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি সহঃ অধ্যাপক মনিরুল আলম লিটু, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহঃ সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন ফেরদৌসীসহ, স্কুলের শিক্ষার্থীরা, সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





