সারাদেশ

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বোরহান উদ্দিন, কালুখালী, রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন নারী সংগঠনের কর্মী, স্থানীয় নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা স্তরের মানুষ। র‍্যালির পুরো সময়জুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন স্লোগানে মুখর ছিল এলাকা।
র‍্যালি শেষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় বীরত্ব, সংগ্রাম, আত্মনির্ভরতা ও সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন নারীকে সংবর্ধনা জানানো হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী এজাজ কায়সার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী,মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদন কুমার প্রামাণিক।
অদম্য নারীদের পক্ষ থেকে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন সেলিনা আক্তার, মুক্তিয়ারা পারভীন ও সুফিয়া সুলতানা। তারা নিজেদের সংগ্রামের গল্প তুলে ধরে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও পরস্পরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা মনোনীত অদম্য নারীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নারীদের এগিয়ে যাওয়ার পথে নতুন অনুপ্রেরণা যোগাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,