“শুদ্ধতার অঙ্গীকার”—বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় প্রাণবন্ত জয়পুরহাট
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষার্থী ও নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুর্নীতি শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি দেশের অগ্রগতির পথকেই থামিয়ে দেয়। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি নির্মূল করা সম্ভব।”
এরপর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ–জয়পুরহাটের উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং দুর্নীতি বিরোধী শ্লোগানে র্যালির পথজুড়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন—
জয়পুরহাট সিভিল সার্জন ডা. আল মামুন,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুন্নবী,
দুদকের উপ-সহকারী পরিচালক আল মামুন (সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ),
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হলে পরিবার থেকেই সততার চর্চা শুরু করতে হবে। দেশের তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে ‘সততা ও নৈতিকতা চর্চার অঙ্গীকার’ পাঠ এবং দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে জয়পুরহাটবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসন জানায়, আগামীতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।





