সারাদেশ

নাসিরনগরে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি—পাঁচ মালিককে জরিমানা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ফিজিশিয়ান স্যাম্পলসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ফার্মেসি মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি এবং ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের অভিযোগে যোগেন্দ্র ফার্মেসি, মুক্তি ফার্মেসি ও নুর ফার্মেসিসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুদ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,